ডা. জুবাইদার জন্মদিনে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৮:০০:৪০ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মধুশহীদ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাজার প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, আজকের এই দিনটি কেবল জন্মদিন নয়, এটি একজন দেশপ্রেমিক, মানবিক ও পরিবেশবান্ধব ব্যক্তিত্ব ডা. জুবাইদা রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। দেশের বর্তমান রাজনৈতিক সংকটে তিনি তার প্রজ্ঞা ও নীতিশীল অবস্থানের মাধ্যমে যুবসমাজের জন্য এক প্রেরণার উৎস।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম, সোহেল মাহমুদ, জেলা যুবদলের সহ সভাপতি লায়েক আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, বাবলু মিয়া, জাহিদ হাসান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মোহাম্মাদ হেলিম খাঁন মাসুদ, মহানগর যুবদলের সহ সাধারণ মকসুদুল করিম ইমন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন আহমদ, মো. হোসেনুর রহমান রিজভী, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো: রোমান আহমদ রাজা, মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক রুমন আহমদ, মহানগর যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিনার আহমদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এড. মো. কামরুল আমিন, জেলা যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক এড. মো. বদরুল আলম শিপন, জেলা সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সোয়েব আহমদ চৌধুরী শুভ, মো. হাসমত আলী লিমন, মহানগর যুবদলের সহ তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন সানাজ, জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জুনেদ মিয়া, জেলা যুবদলের সদস্য আব্দুল জলিল সামায়ন, মহানগর যুবদল নেতা আশিকু নুর, মো. শাহজাহান মিয়া, আফ্রিদী আহমদ, আরমান আলী প্রমুখ। বিজ্ঞপ্তি