ইসলামী আন্দোলনের যৌথ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৭:৫৭:০৬ অপরাহ্ন
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ বাস্তবায়নে সিলেট মহানগর কোতোয়ালী থানার উদ্যোগে বুধবার বিকাল ৩টায় মহানগর ইসলামী আন্দোলন মিলনায়তনে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
কোতোয়ালি থানা সভাপতি মাওলানা জহিরুল জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আবুল হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম. জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম. দপ্তর সম্পাদক মোঃ মাসুম আহমদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সোহেল মিয়া. শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ খাদেম, সহ-প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ সাজিদুল বারী শাফি, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ গোলাপ মিয়া, যুব আন্দোলন ১৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন কোতোয়ালি থানা সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন, যুব আন্দোলন সভাপতি আলাউদ্দিন সহ থানা,ওয়ার্ড নেতৃবৃন্দ।
বৈঠকে কোতোয়ালি থানার মধ্যে সকল ওয়ার্ডে পোস্টার লাগানো, ফেস্টুন ব্যানার ও লিফলেট বিতরণ করে ব্যাপক প্রচারনা চালানোসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি