সিলেটে আরও ৪ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৯:২৩:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বুধবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা ভাইরাস পরীক্ষায় ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১জন এবং সীমান্তিক হাসপাতালে ১জন চিকিৎসাধীন রয়েছেন। করোনার প্রকোপ বাড়ায় সবাইকে মাস্ক ব্যবহারের পাশাপাশি সতর্ক হবার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান।