প্রাইভেট কার খাদে পড়ে মা-ছেলে নিহত
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৯:২৫:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-জকিগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকায় প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঝর্ণা বেগম (৩৫) ও সিয়াম আহমদ (১০) নামের দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদ স্ত্রী সন্তানসহ একটি প্রাইভেটকারে গোলাপগঞ্জের দিকে যাচ্ছিলেন। দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলেই নিহত হন জুনেদ আহমদের স্ত্রী ঝর্ণা বেগম। দূর্ঘটনায় সঙ্গে থাকা জুনেদ আহমদ ও তার সন্তানরা আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় সবাইকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে নিহত ঝর্ণা বেগমের ছেলে সিয়াম আহমদও (১০) মারা যায়।
মোগলাবাজার থানার ওসি খন্দকার মুস্তাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।