ডা. জুবাইদার জন্মদিনে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৬:২৭:৪১ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা: জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে আলীয়া মাদরাসা মাঠ ও চৌহাট্টা রোডের পাশে বৃক্ষরোপণ করা হয়।
দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রউফ, কায়সান মাহমুদ সুমন, আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন, আয়াত আলী প্রিন্স, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সুজন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলনেতা জুনেদ আহমদ জামাল, সেপুল আহমদ, ফারুক আহমদ, মিনহাজ আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য প্রবাসী ফখরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, সদর উপজেলা বিএনপি নেতা কিবরিয়া আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাবুল, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনহাজ সামছি, ইমাম ফেরদৌস ডালিম, রিয়াজ উদ্দিন বাবুল, জসিম উদ্দিন, জয়নাল আহমদ, হুমায়ুন আহমদ ও কাশেম প্রমুখ। বিজ্ঞপ্তি