করোনা বিস্তার রোধে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: সিকৃবি ভিসি
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৬:৩৭:০৪ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, করোনার বিস্তার রোধে আমাদের সচেতনতা, দায়িত্ববোধ এবং সম্মিলিত প্রচেষ্টা সবচেয়ে বেশি জরুরি। সারাদেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে ইতিমধ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। করোনাসহ যে সকল ভাইরাল ডিজিজ বিদ্যমান রয়েছে সেই সম্পর্কে আমাদের সচেতনতা জরুরী।
তিনি বলেন, বর্তমান বিশ্ব করোনা ভাইরাস এর ভয়াবহ থাবায় আক্রান্ত। এই মহামারী আমাদের স্বাস্থ্য, অর্থনীতি, শিক্ষা ও সামগ্রিক জীবনব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে। করোনা একটি সংক্রামক রোগ, যা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে করোনার বিস্তার রোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও ঈদ পুনর্মিলনীতে প্রধান আলোচক হিসেবে তিনি একথা বলেন।
সিকৃবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি