বড়লেখায় মানসম্পন্ন পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৬:৩৪:২৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার রপ্তানীযোগ্য গুনগত মানসম্পন্ন পণ্য উৎপাদন বিষয়ক কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ ও অবহিতকরণ (পার্টনার কংগ্রেস) সভার আয়োজন করা হয়। এতে ৭০ জন কৃষক/কৃষাণী ছাড়াও জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উক্ত প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার (সিলেট) নাসির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন। অবহিতকরণ সভায় জানানো হয় সরকারিভাবে বাংলাদেশ থেকে পাঁচটি ফল ও দশটি সবজি জাতীয় পণ্য বিদেশে রপ্তানীর জন্য তালিকাভুক্ত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান প্রমুখ।