সিকৃবিতে ‘সিকিউরিটি এন্ড ফায়ার সেফটি’ প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৬:৩৬:২২ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, নিরাপত্তা ও অগ্নিনির্বাপণের জ্ঞান শুধু প্রশিক্ষিত কর্মীদের জন্য নয়, আমাদের সকলের জন্য জরুরি। বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানচর্চার কেন্দ্র হলেও এর সুষ্ঠু পরিচালনার জন্য নিরাপদ পরিবেশ অপরিহার্য। তাই এই প্রশিক্ষণ কর্মসূচি আমাদের সবার দায়িত্ববোধ জাগিয়ে তোলে।
বৃহস্পতিবার সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘সিকিউরিটি এন্ড ফায়ার সেফটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। প্রশিক্ষণ কর্মসূচিতে সিকিউরিট্ িএন্ড ফায়ার সেফটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সিলেট সেনানিবাসের মেজর পিয়াস কুমার ঘোষ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগীয় উপ পরিচালক মোঃ ফারুক হোসেন শিকদার। দিনব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৬০ জনের অধিক কর্মচারী অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিজ্ঞপ্তি