বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাচ্ছেন ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৭:২৬:৫৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০২৪ সালের “বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার” প্রদানের জন্য সাতটি শ্রেণিতে মোট ২১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে। সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হবে।
‘ক’ শ্রেণিতে শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম হয়েছে লালমনিরহাটের দলগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজ ও ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।
‘খ’ শ্রেণিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম হয়েছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ এবং রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।
‘গ’ শ্রেণিতে ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপণে প্রথম হয়েছেন টাঙ্গাইলের মিজ দিলরুবা রহমান। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে চট্টগ্রামের মুহাম্মদ ইউসুফ এবং লালমনিরহাটের মোছাঃ হাছিনা আখতার।
‘ঘ’ শ্রেণিতে ব্যক্তিমালিকানাধীন নার্সারি ক্যাটাগরিতে প্রথম হয়েছে রংপুরের সোহেল নার্সারী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে মুন্সীগঞ্জের জননী গার্ডেন সেন্টার ও টাঙ্গাইলের মৌ নার্সারী।
‘ঙ’ শ্রেণিতে ছাদবাগান ক্যাটাগরিতে প্রথম হয়েছে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়। দ্বিতীয় হয়েছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দেলোয়ার হোসেন ও সাবিনা ইয়াসমিন এবং তৃতীয় হয়েছেন চট্টগ্রামের মিজ নাছুহা সাদাফ।
‘চ’ শ্রেণিতে বন বিভাগের উদ্যোগে সৃজিত বাগানে প্রথম হয়েছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে নোয়াখালীর উপকূলীয় বন বিভাগ এবং যশোরের সামাজিক বন বিভাগ। ‘ছ’ শ্রেণিতে বৃক্ষ গবেষণা ও উদ্ভাবনে প্রথম হয়েছে বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট, চট্টগ্রাম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে বন অধিদপ্তরের রিমস ইউনিট, ঢাকা এবং ফরেস্টার মো. তৌহিদুর রহমান।
প্রত্যেক পুরস্কারপ্রাপ্তকে দেওয়া হবে একটি করে সনদ, একটি ক্রেস্ট এবং যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অনুযায়ী ১ লক্ষ, ৭৫ হাজার এবং ৫০ হাজার টাকা ‘অ্যাকাউন্ট পে-ই’ চেকের মাধ্যমে প্রদান করা হবে।