হাটখোলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক সভা
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৭:৩২:৫৩ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন পরিষদ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও এ.কে.এম. রফিকুজ্জামান। সভায় কমিটির মোট ৩৪ জন সদস্য অংশগ্রহণ করেন।
ইউনিয়ন পরিষদের সচিব মো. নজমুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভায় চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বজ্রপাত থেকে সুরক্ষায় তালগাছ রোপণ এবং রোগ প্রতিরোধে নিমগাছের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অংশ নিয়ে কৃষি কর্মকর্তা বলেন, প্রতিটি পরিবার যেন অন্তত একটি করে নিমগাছ রোপণ করে, যা পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক হবে।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও এ.কে.এম. রফিকুজ্জামানবলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা, নৌকা প্রস্তুত রাখা এবং করোনা প্রতিরোধে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিজ্ঞপ্তি