৩ দিনের ব্যক্তিগত সফরে বড়লেখায় বাণিজ্য উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৭:৩৭:০৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
তিন দিনের ব্যক্তিগত সফরে মৌলভীবাজারের বড়লেখায় অবস্থান করছেন অর্ন্তবর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরা।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পারাবত ট্রেনযোগে তিনি মৌলভীবাজারের বড়লেখার উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুর ১২টায় কুলাউড়া জংশন স্টেশন পৌঁছে যাত্রাবিরতি শেষে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সড়কপথে বড়লেখায় আকিজ গ্রুপের মালিকানাধীন বাহাদুরপুর চা বাগানের উদ্দেশ্যে রওয়ানা দেন। সোয়া ১টায় তিনি চা বাগানের চেয়ারম্যান বাংলোয় পৌঁছেন। শনিবার বিকেল পর্যন্ত পরিবারের সদস্যদের সাথে সেখানে তিনি অবস্থান করবেন এবং বিকেল সাড়ে ৪টায় কুলাউড়া জংশন স্টেশন থেকে পারাবত ট্রেনযোগে ঢাকায় ফিরবেন।
সফরসঙ্গী ব্যক্তিগত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বড়লেখায় বাহাদুরপুর চা বাগানে অবস্থানকালে সেখানে তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করতে পারেন।
বড়লেখা ইউএনও তাহমিনা আক্তার বলেন, উপদেষ্টার বড়লেখায় কোনো সরকারি প্রোগ্রাম নেই। ব্যক্তিগত সফরে পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতবার দুপুর থেকে শনিবার বিকেল পর্যন্ত বড়লেখায় অবস্থান করছেন। উনার সার্বিক নিরাপত্তায় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।