ভারতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত লাশ
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৭:৩৯:৫১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তের ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশী যুবকের মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সে লামারগ্রাম কামাল বস্তির আলাউদ্দিন আলাইয়ের ছেলে জাকারিয়া (২৩)। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উৎমাছড়া সীমান্তের ১২৫৭ মেইন পিলারের ২০ এস পিলারের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।
পরিবার সুত্রে জানা যায়, জাকারিয়া ১৬ জুন বিয়ে করেছিল। বৃহস্পতিবার ভোরে সে তার ঘরের দরজা খুলে বাইরে চলে যায়। সকালে এলাকার লোকজন ঘটনাস্থলে গরু চড়াতে গেলে জাকারিয়ার মরদেহটি একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার বাড়িতে খবর দিলে বিষয়টি জানাজানি হয়।
উৎমা বিজিবি ক্যাম্পের কমান্ডার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে।
সিলেট কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ জানান, সীমান্তের পিলারের ওপারে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে পারিবারিক কলহ ছিল। এ থেকেই সে গলায় ফাঁস দিতে পারে। লাশ উদ্ধারের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র উৎমাছড়া ক্যাম্পের কমান্ডারের সাথে আলাপ হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় পুলিশ লাশ হস্তান্তর করলে আমরা সেটা নিয়ে আসবো।