আগামীর ভোট হবে দিল্লী ও তাদের তাঁবেদারের বিরুদ্ধে : অধ্যাপক গোলাম পরওয়ার
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৮:০৯:৩৭ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামীর নির্বাচন হবে দিল্লীর বিরুদ্ধে, তাদের তাঁবেদারদের বিরুদ্ধে। ৫৪ বছর পর পাওয়া সুযোগকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তাই প্রত্যেক কর্মীকে ইস্পাত কঠিন ঐক্যকে ধরে রেখে নিজের জানমাল ব্যবহার করে ভোটারের দ্বারে দ্বারে যেতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের প্রশংসা করে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে তাকে বিজয়ী করার আহবান জানান।
তিনি এসময় দলের জনশক্তির উদ্দেশ্যে আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে মানুষ পরিবর্তন চায়, চায় সৎ নেতৃত্ব, তাই সকাল বিকাল মানুষের পাশে যাবেন, মানুষের সমস্যার কথা শুনবেন, যথাসম্ভব সহযোগিতার হাত বাড়াবেন। মানুষকে বিনয়ীভাবে বুঝাতে হবে অনেক দলকে ভোট দিয়েছেন, দেখেছেন, একটিবারের জন্য জামায়াতকে ভোট দিতে অনুরোধ করবেন। দল মত, গরীব ধনী, সব পেশার মানুষকে কাছে টেনে নিতে হবে, ভেদাভেদ করলে চলবে না।
জামায়াত চাঁদাবাজি করেনা, টেন্ডারবাজি করেনা, দুর্নীতি করেনা তাই তাদের টাকা নেই উল্লেখ করে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কম খরচে হালাল টাকায় নির্বাচনী কাজ করতে হবে। সাধারণ মানুষকে ভোটের কর্মী বানিয়ে আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের একটি ভোট বাক্স থাকবে উল্লেখ করে বলেন, সেই ঐক্যের চেষ্টা হচ্ছে, সফল হলে সকল বাতিল শক্তি উড়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে জামায়াতে ইসলামী। তাই আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় চায় সাধারণ মানুষ। তিনি বলেন, মানুষ টেন্ডারবাজ, চাঁদাবাজ, কমিশন বাণিজ্য যারা করে, অন্যায় করে এবং অবিচার করে তাদের আর ক্ষমতায় দেখতে চায়না। তাই তাদের কাছে একমাত্র বিকল্প জামায়াতে ইসলামী। তাই প্রত্যেক কর্মীকে বঞ্চিত মানুষের পক্ষে থাকতে হবে, সবার কাছে দাওয়াত দিতে হবে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এ নেতা বিয়ানীবাজারের উন্নয়ন বঞ্চিত মানুষের ক্ষোভের কথা উল্লেখ করে বলেন, এই এলাকার মানুষ বিগত দিন উন্নয়ন বঞ্চিত ছিলো, তারা তাদের অনেক দাবী দাওয়া আমাকে জানিয়েছে। সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের পাশে রয়েছি, আগামীতেও থাকবো।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী ও পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাদউজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নায়েবে আমীর মাওলানা মোস্তফা উদ্দিন, পৌর আমীর মাওলানা জমির হোসেন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শাব্বির আহমদ খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশিকুর রহমান হেলাল, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শফি আহমদ মুন্না, লাউতা ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ এখলাস উদ্দিন, পৌর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য কাজী জাকির হোসেন প্রমুখ।