লোভাছড়া লোড আনলোড শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৮:১১:৩৩ অপরাহ্ন
লোভাছড়া লোড আনলোড শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট ৮০ এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় কানাইঘাট উপজেলার মুলাগুল নয়াবাজারে পাথর কোয়রি বন্ধ করা-ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টার প্রতিবাদে এবং অনতিবিলম্বে লোভাছড়া পাথর কোয়ারিসহ বৃহত্তর সিলেটের সকল পাথর কোয়ারির উপর সরকারের স্থগিতাদেশ প্রত্যাহার করে ইজারা প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নয়াবাজারে প্রতিবাদ সভায় মিলিত হয়।
লোভাছড়া লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আখতার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ শহীদুল্লাহ কাওছার, জসীম উদ্দীন, ফারুক আহমদ, মুহিবুর রহমান প্রমুখ।
বক্তারা অবিলম্বে পাথর ভাঙ্গার জন্য সরকার পরিবেশের নীতিমালা রক্ষা করে যথাযথ স্থান নির্ধারণ করে লোভাছড়া সহ সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার জোর দাবি জানান। বিজ্ঞপ্তি