তারেক রহমানের উপহারের ঘর পেলেন যুবদলকর্মী
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৮:০৮:৩৭ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, তারেক রহমান বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনের লক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি শুধু রাজনীতি করেননা, মানবিক কাজগুলোও করেন প্রতিনিয়ত। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায়ও মানবিক দিকগুলো তুলে নিয়ে এসেছেন তিনি।
ব্যারিস্টার সালাম বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রিফাতপুর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুবদলকর্মী মোঃ আলাউদ্দিন ও তার পরিবারকে নতুন ঘর উপহার ও বিবি ট্রাস্টের পক্ষ থেকে দরিদ্র সিরাজ আলীর পরিবারকে নতুন ঘর উপহার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে গৃহহীন আলাউদ্দিন ও সিরাজ আলী উচ্ছ্বাস প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যারিস্টার এম এ সালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিজ্ঞপ্তি