হোটেলে অনৈতিক কর্মকাণ্ড দুই নারীসহ আটক ৫
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৯:২৭:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে একটি আবাসিক হোটেল অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় দুই নারীসহ ৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ জুন) বিকেলে নগরীর কোতোয়ালী থানাধিন তালহা গেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, মো. নুর আলী (৩৯), সুজন দাস (২৫), গেস্ট হাউজের ম্যানেজার মো. আলাউদ্দিন (৫০), রোশনা (২৬) ও সঞ্জিতা তাঁতী (২২)।
বৃহস্পতিবার বিকালে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম।