রাজস্ব ঘাটতি ৬৬ হাজার ৬৮৩ কোটি টাকা
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৯:৪১:৫৩ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) ১১ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৬৬ হাজার ৬৮৩ কোটি টাকা কম রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের রাজস্ব আদায়ে ৮৩.১০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। রাজস্ব ঘাটতি রয়েছে ১৭.৯০ শতাংশ। চলতি অর্থ বছরের ১১ মাসে রাজস্ব আহরণ করেছে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৯৪ হাজার ৪৬৫ কোটি টাকা। ঘাটতি ৬৬ হাজার ৬৮৩ কোটি টাকা। চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, চলতি অর্থবছরের শেষ সময়ে সবার লক্ষ্য যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এ ক্ষেত্রে টার্গেট ভিত্তিক রাজস্ব আদায়ের ওপর জোর দিতে হবে। বকেয়া আদায়ের জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বেশি আদায় করা মানে দেশের ঋণ কমিয়ে আনতে সহায়তা করা। অর্থবছরের বাকি দিনগুলোতে রাজস্ব আহরণ বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।