ভয়ংকর রূপে ইরান-ইসরায়েল যুদ্ধ
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৯:৫২:০২ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : ইরান-ইসরায়েল যুদ্ধ ক্রমশ ভয়ংকর আকার ধারণ করছে। লাগামছাড়া আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। ইরানও শক্তি নিয়ে পাল্টা জবাব দিচ্ছে।
পরোক্ষ যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আগামী সপ্তাহেই ইরান-ইসরায়েল সংঘাতের এসপার-ওসপার হয়ে যাবে। কার্যত যুদ্ধের ‘ডেডলাইন’ দেন তিনি। ধমকির সুরে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনির প্রতি ট্রাম্পের বার্তা-‘গুড লাক’।
এ অবস্থায় ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি।
ইসরায়েলে হাসপাতালে ক্ষেপণাস্ত্র, ধসে পড়েছে ছাদ :
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেভা শহরের সরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বিবিসিকে জানান, হাসপাতালটি ছাড়াও আরও তিনটি বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরান যেসব জায়গায় হামলা চালিয়েছে সেখান থেকে ১৩৭ জনকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ইসরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর ফলে ইসরায়েলের বেশির ভাগ অংশ সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম ও তেল আবিবে।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের দেওয়া তথ্যের বরাতে আল-জাজিরা জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে সরোকা হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়েছে। সেই সঙ্গে ভেঙে গেছে হাসপাতাল ভবনের বাইরের দেওয়ালের কাঁচ।
হাসপাতালটির মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ক্ষেপণাস্ত্র হামলায় অনেকে আহত হয়েছেন। হাসপাতালটির ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। তাই স্থানীয়দের ওই হাসপাতালে চিকিৎসা নিতে যেতে মানা করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ইরানের পারমাণবিক চুল্লিতে ইসরায়েলের হামলা :
ইরানের আরাক শহরে ভারী পানির (ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত থাকে) পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ইরানের ওই চুল্লির আশপাশের এলাকায় বসবাস করা মানুষদের অবিলম্বে অন্যত্র সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর বলছে, ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারী পানি পারমাণবিক চুল্লি শীতল করার কাজে ব্যবহার হয়। তবে উপজাত পণ্য হিসেবে ওই পানি থেকে প্লুটোনিয়াম পাওয়া যায়। এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে।
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থায় ইরানের অভিযোগ :
ইরানের আরাক পারমাণবিক চুল্লি ও নাতাঞ্জসহ বিভিন্ন পারমাণবিক স্থাপনায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে এসব হামলার কথা জানিয়েছে ইরান।
ইসরায়েলের বিরুদ্ধে “পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আইনের পরিপন্থি আগ্রাসন অব্যাহত রাখার” অভিযোগ করেছে দেশটি। আরাক পারমাণবিক স্থাপনায় হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে সংস্থাটি।
জনগণকে দৃঢ় থাকার আহ্বান খামেনির :
ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
বিবিসির খবরে বলা হয়, এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান খামেনি। তিনি জনগণের উদ্দেশে বলেছেন, ‘শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না।’ তিনি আরও বলেন, ‘আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন, তা অব্যাহত রাখুন; সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।
এই কঠিন সময় পার হতে পারব, ইরানের প্রেসিডেন্ট :
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকার ও প্রশাসনের সব বিভাগকে ইরানের জনগণের পাশে থাকতে বলেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ওই পোস্টে মাসুদ পেজেশকিয়ান লেখেন, সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে দেশের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ধৈর্যের সঙ্গে জনগণকে সেবা দিয়ে যেতে হবে।’
পেজেশকিয়ান আরও লেখেন, একে অন্যের প্রতি সহানুভূতি ও ঐক্যের মাধ্যমে আমরা এই কঠিন সময় পার হতে পারব।
খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর :
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি এই হুমকি দিলেন।
এএফপির খবরে জানা যায়, তেল আবিবের কাছে হোলন শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এই হুমকি দেন। তিনি বলেন, খামেনি প্রকাশ্যে ঘোষণা দেন, তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান। হাসপাতালের ওপর হামলার নির্দেশও তিনিই ব্যক্তিগতভাবে দিয়েছেন।
কাৎজ আরও বলেন, ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা তাঁর (খামেনি) লক্ষ্য… এমন একজন মানুষকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না।