২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭৮২ জন
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৫, ৭:৪৫:৫১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে পুলিশ ১ হাজার ৭৮২ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ১ হাজার ২০৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং তারা বিভিন্ন মামলার আসামি। বাকি ৫৭৯ জনকে বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি একনলা বন্দুক, ছয়টি এলজি, ২১টি ধারালো অস্ত্র, একটি লোহার কাঁচি, দুটি শাবল, একটি কাঠ ও লোহার তৈরি থ্রি-নট-থ্রি রাইফেলের বাঁট এবং নয়টি গুলি। এর আগের ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) পুলিশ ১ হাজার ৫৪৭ জনকে গ্রেপ্তার করেছিল।