লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বিদায় অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৫, ৭:৪৮:২২ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ৯ থেকে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ লিডিং ইউনিভার্সিটি আর্কিটেকচার স্টুডেন্ট কমিউনিটি এবং বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এ সময় তিনি বলেন, আজ সময় এসেছে এতোদিনের অর্জিত জ্ঞানকে আর্থসামাজিক উন্নয়ন কাজে নিয়োজিত করার। লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা রাগীব আলীর মানব সম্পদ গড়ার স্বপ্নের বাস্তবায়ন এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দিবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভুঁইয়া।
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলীর সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি আর্কিটেকচার অ্যালামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট জশু রঞ্জন ভৌমিক, আর্কিটেকচার অ্যালামনাই এসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আহসান শওকত। অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির আর্কিটেকচার স্টুডেন্ট কমিউনিটির উপদেষ্টা ও এক্সিকিউটিভ সদস্য এবং অনুষ্ঠান আয়োজক কমিটির কনভেনার ও কো- কনভেনারদেরকে সনদ প্রদান করা হয়। এলামনাই সদস্য তাবিয়া মুনতাহা ইশরাত নিজের আঁকা একটি পেইন্টিং উপাচার্যকে উপহার দেন।
স্থাপত্য বিভাগের শিক্ষার্থী শেওতি আলম ও মেরাজুল ইসলাম সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিল গান, নৃত্যসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। বিজ্ঞপ্তি