গোলাপগঞ্জে যুবদলের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৫, ৭:৫০:৪২ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারী কমিটির সিনিয়র সদস্য আ.ম অহিদ আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল লন্ডন যুবদলের সাবেক সভাপতি জাবেদ হোসেন, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য প্রবাসী আসাদুর রহমান সুফিয়ান, জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান, মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।
পৌর যুবদল নেতা এমরান আহমদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিজামুল কাদির লিপন, আব্দুল মান্নান, আব্দুল আজিজ, আবুল কালাম খোকন, বাছিতুর রহমান বাছিত, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ।
অনুষ্ঠানে বিগত আন্দোলন সংগ্রামে গোলাপগঞ্জে নিহত ৮ শহীদ পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়।