শাবিতে ছাত্রীকে যৌন নির্যাতনের পর ভিডিও ধারনের অভিযোগ, আটক ২
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৫, ৭:৫৪:৫৯ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে অচেতন করে যৌন নির্যাতনের পর সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক। আটক দুইজনই সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আটককৃতরা হলো, শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা জানান, ঈদের একদিন আগে ওই ছাত্রীকে কৌশলে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তাকে অচেতন করে শারীরিক নির্যাতন চালানো হয় এবং মোবাইল ফোনে সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়। ভুক্তভোগী ছাত্রী পরে বিষয়টি জানালে দ্রুত পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাস ও সুরমা এলাকা থেকে দু’জনকেই আটক করা হয়।
ওসি জিয়াউল হক জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে তাদের প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে আদনান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলার একটি মামলার আসামি।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ইসমাঈল হোসেন বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের শনাক্ত করে প্রক্টর অফিসে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রাথমিক সত্যতাও মেলে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণে অঙ্গীকারবদ্ধ।
বিশ্ববিদ্যালয়জুড়ে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ক্যাম্পাসে নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করার।