২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫১
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৫, ৮:২০:২৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন বরিশাল বিভাগে।
চট্টগ্রাম বিভাগে ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০ জন ও ঢাকা উত্তর সিটিতে ১৮ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২ জন এবং খুলনা বিভাগের বাইরের এলাকায় ৩ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয় এবং মোট আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। সেসময় ১ লাখের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।