সিলেট থেকে স্পেন গেলো ১১তম কার্গো ফ্লাইট
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৫, ৯:৪০:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপের স্পেনের জারাগোজা এয়ারপোর্টের উদ্দেশে ছেড়ে গেছে আরও একটি চার্টার্ড কার্গো ফ্লাইট। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ‘গেলিস্ট এয়ার’র কার্গো উড়োজাহাজটি সিলেট ত্যাগ করে। এর মধ্য দিয়ে ৬০ টন পণ্য নিয়ে সিলেট ছাড়লো ১১তম কার্গো ফ্লাইট।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপন মো. হাফিজ আহমদ।
তিনি জানান, বাংলাদেশের তৈরি রপ্তানিযোগ্য বিভিন্ন গার্মেন্টস পণ্য নিয়ে উড়োজাহাজটি স্পেনের উদ্দেশ্যে যাত্রা করেছে। সিলেট থেকে ছেড়ে যাওয়া এগারোতম কার্গো ফ্লাইট এটি।
তিনি আরও জানান, শুরুর দিকে প্রতিসপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হলেও এখন থেকে প্রতি সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আগামী রোববার আরও একটি ফ্লাইট সিলেট থেকে ছেড়ে যাবে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকার বাইরে প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়। স্বাধীনতার পর দেশের ইতিহাসে এটি ছিল একটি মাইলফলক ঘটনা। প্রথম ফ্লাইটে ঢাকার তিনটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৬০ টন গার্মেন্টস পণ্য পাঠানো হয় স্পেনের জারাগোজা গন্তব্যে।