নরসিংদীর হত্যা মামলায় সিলেটের কাওছার আটক
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৫, ১০:০৭:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নরসিংদী জেলার রায়পুরা থানার একটি হত্যা মামলায় সিলেটের গোলাপগঞ্জের কাওছার হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নগরীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকের পর তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র্যাব-৯।
জানা যায়, নরসিংদী জেলার রায়পুরা থানার একটি হত্যা মামলায় কাওছারের বিরুদ্ধে চার্জশীট হলে আদালত গত ৫ মার্চ গ্রেফতারী পরওয়ানা জারী করেন।
এর সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা বলেন, শুক্রবার (২০ জুন) আসামি কাওছারকে আদালতে সোপর্দ করা হয়েছে।