জকিগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ৬:২৬:৩০ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ৭১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান ওয়াশব্লক নির্মাণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, পিইডিপি-৪ এর আওতায় জকিগঞ্জের ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরে বিদ্যালয়ের ভবন অনুযায়ী একতলা বা দুই তলা বিশিষ্ট ওয়াশ ব্লকের নির্মাণ কাজ শুরু হয়। এসব নির্মাণ কাজে নিম্ন মানের পাকার কাজের ও স্যানেটারী নির্মাণ সামগ্রী, অদক্ষ মিস্ত্রি দিয়ে যেনতেনভাবে কাজ করানোর অভিযোগ করেছেন হাড়িকান্দি, হকিব আলী চৌধুরী, রতনগঞ্জ, গঙ্গাজল (ক), গঙ্গাজল (খ), মুলিকান্দি, শিমুলতলা, গুয়াবাড়ী, ইলাবাজ, ফুলতলী, চৌধুরী বাজার, তিরাশী, কোনাগ্রাম ও সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকরা।
হাড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা মোর্শেদ লস্কর জানান, উক্ত বিদ্যালয়ে ১৮ লক্ষ টাকা ব্যয়ে ২য় তলা বিশিষ্ট ওয়াশব্লকের কাজ চলমান। সরেজমিনে নিম্ন মানের ইট, কংক্রিট ও বালুর ব্যবহার, কাজের সিডিউল ভঙ্গ করে সিমেন্টের ভাগ ও রড কম দেয়া এবং অদক্ষ মিস্ত্রি দিয়ে যেনতেনভাবে কাজ করাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শনিবার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে কাজ বন্ধ রাখে কর্তৃপক্ষ।
প্রধান শিক্ষক মাসুদ আলম জানান, ভিত্তিপ্রস্তর থেকেই অনিয়মের সুত্রপাত। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন স্থানীয় লোকজনসহ প্রতিষ্ঠানের শিক্ষকদের কথায় কোন পাত্তা না দিয়ে তাদের মত করেই অনিয়ম করে যাচ্ছে। হকিব আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসউদ জানান, একাডেমিক ভবনের সাথে ওয়াশব্লকের ছাদ সংযোগস্থলে পানি পড়ে, ওয়াশব্লকের সীমানা নির্ধারণে বিদ্যালয় কর্তৃপক্ষের কোন কথা রাখেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। বিদ্যালয় বন্ধকালীন সময় অথবা রাতে সকলের অগোচরে কাজ করে।
জকিগঞ্জে ৭১ বিদ্যালয় কাজ করে যাচ্ছে ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান। বাহার এন্টারপ্রাইজ থেকে ১৮টি বিদ্যালয় সাব লিজ নিয়ে কাজ করছেন সেলিম উল্লাহ নামক এক ব্যক্তি। বাহার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী বাহার উদ্দিন প্রবাসে থাকায় কথা হয় সাব ঠিকাদার সেলিম উল্লাহর সাথে। তিনি বলেন, কার্যাদেশ অনুযায়ী সঠিকভাবে কাজ করা হচ্ছে। কাজে কোন অনিয়ম করা হয়নি।
জকিগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া জানান, কয়েকটি বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ এবং কিছু বিদ্যালয়ে কাজের মান উন্নয়নে ব্যবস্থা নিয়েছি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জকিগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী আজাদ কাজী বলেন, কিছু কিছু বিদ্যালয়ে কাজে অনিয়মের অভিযোগ উঠেছে যা আমরা সংশোধনের ব্যবস্থা নিচ্ছি।