শাহগলী বাসস্ট্যান্ড হইতে বারহাল গাউছিয়া মাদ্রাসার রাস্তার বেহাল দশা
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ৬:২৫:৪৬ অপরাহ্ন
এখলাছুর রহমান, জকিগঞ্জ থেকে:
জকিগঞ্জ উপজেলার শাহগলী বাসস্ট্যান্ড থেকে বারহাল গাউছিয়া দাখিল মাদ্রাসার কিয়দংশ বড় বড় গর্তে পরিণত হওয়ায় রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
দীর্ঘ ১০ বছর পূর্বেকার নির্মিত এ রাস্তা দিয়ে ১৫-১৬টি গ্রামের মানুষ প্রতিনিয়ত চলাচল করে থাকেন। বর্তমানে রাস্তাটি খানাখন্দে ভরপুর হওয়ায় শিক্ষার্থী, বৃদ্ধ মহিলা, রোগী চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শাহগলী বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্য রাস্তা দিয়ে ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২ মাদ্রাসা ও মসজিদ রয়েছে। রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। প্রতিদিন ১৫-১৬টি গ্রামের লোকজন ও যানবাহন যাতায়াত করে থাকে। রাস্তার বেহালদশায় এলাকাবাসী বার বার স্থানীয় প্রতিনিধি ও জনপ্রশাসনের আশু সাহায্যের জন্য ধর্ণা দিয়ে বেড়াচ্ছে। কিন্তু কে শুনে কার কথা। এ প্রতিবেদক স্থানীয় উপজেলা সমম্বয় মাসিক সভায় রাস্তাটি উন্নয়নের জন্য আবেদন করেন। এতে উপজেলা প্রকৌশলী মজিবুর রহমান জানান, তিনি উপজেলার রাস্তা উন্নয়নের তালিকায় এ রাস্তাটি অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। বর্তমানে মেঘ, বৃষ্টি বাদল বর্ষণকালে রাস্তাটির অবস্থা আরো করুণ হয়ে উঠছে। এমন অবস্থায় এলাকায় বড় ধরণের কোন দুর্ঘটনার পূর্বে জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ একান্ত প্রয়োজন।