মোহনা সমাজ কল্যাণ সংস্থার আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ৭:১৯:২৭ অপরাহ্ন
সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ডের সামাজিক সংগঠন মোহনা সমাজ কল্যাণ সংস্থার নতুন কার্যকরী পরিষদের প্রথম আলোচনা সভা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। ক্লাবের স্থায়ী কার্যালয়ে সংস্থার সভাপতি হেলান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবজ্যোতি মজুমদার রতনের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ। উক্ত আলোচনা ও উন্মুক্ত মতবিনিময় সভায় নগরীর সব থেকে সুন্দর এবং দৃষ্টিনন্দন গোয়াবাড়ি ওয়াকওয়েতে ভ্রমণপ্রেমীরা যাতে করে কোনো প্রকার হয়রানির শিকার না হন সেই ব্যপারে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়া হয়।
ক্লাবের পরিচালনা পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহনা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মকবুল খান, কার্যকরী পরিষদের সদস্য সাহেদ আহমেদ, মৃনাল সেন, গোলাম কিবরিয়া খান, জ্যোতিষ চক্রবর্তী, ফয়জুল হক, তাজ উদ্দিন, বুলবুল আহমদ, আব্দুল হাকিম সুমিত দে, রুজু চৌধুরী, মারুফ খান, সাকিব আহমদ, প্রশান্ত লিটন প্রমুখ। বিজ্ঞপ্তি