জালালপুর ইউনিয়নে তালামীযের সেমিনার
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ৮:০৩:০৯ অপরাহ্ন
গত শুক্রবার দারুত তাফসির ওয়াল ক্বেরাত জালালিয়া হাফিজিয়া মাদরাসার হল রুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মোগলাবাজার থানা শাখার অধীনস্থ জালালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ‘বিশুদ্ধ আকিদা লালনের গুরুত্ব ও ভ্রান্ত আকিদার পরিচয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক সাজু। প্রশিক্ষণ প্রদান করেন সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা এম. জুয়েল আহমদ লতিফি।
ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান মূর্শেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল ইসলাম তুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন,অফিস সম্পাদক আব্দুল মুহিত জানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মোগলাবাজার থানা শাখার সহ-সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক রাইয়্যান আহমদ রাফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন আবির, জালালপুর ইউনিয়ন আল ইসলাহ’র অফিস সম্পাদক সিদ্দিকুর রহমান রায়হান।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জালালপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মঈন উদ্দিন, আশফাক জুয়েল, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হাসান, সাংগঠনিক সম্পাদক মিফতাউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামী, সহ-প্রচার সম্পাদক নাহিদ আহমদ (১), আদিল আহমদ, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম সাদিক, সহ-অফিস সম্পাদক মুহিত আহমদ, জাবির আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো: মিলন মিয়া, তাহের আহমদ, জামাল আহমদ কামিল, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক নাহিদ আহমদ (২), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহেদ আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হুসাইন আহমদ, ছাত্র-কল্যাণ সম্পাদক লায়েক আহমদ, সহ-ছাত্র কল্যাণ সম্পাদক শাহিনুল হক, সেজু আহমদ, সহ-সাহিত্য সম্পাদক হাছন আলী খাঁন, সদস্য আজাদ আহমদ, নাহিদুল ইসলাম, মাহমুদ হাসান, রাসেল আহমদ, আব্দুল জব্বার প্রমুখ। বিজ্ঞপ্তি