সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ৯:৫৪:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার (১৯ জুন) সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদনের বিষয়টি প্রকাশ হয়। নবগঠিত এ কমিটিতে পদাধিকার বলে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে আহ্বায়ক মনোনীত হয়েছে। ১১ সদস্যের কমিটিতে পদাধিকারবলে যুব উন্নয়ন অধিদপ্তরের সিলেটের উপ-পরিচালককে সদস্য সচিব রাখা হয়েছে।
এছাড়া অপর ৯ সদস্যের মধ্যে ১ম সদস্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দ্বিতীয় সদস্য সিলেট মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি, সাবেক ফুটবলার ও সংগঠক এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল হুদা জুনেদ, সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, সাবেক ক্রিকেটার ও কোচ রাহাত শামস, ক্রীড়া অনুরাগী ও সংগঠক মো. মোকাম্মেল হক এবং সাবেক ফুটবলার আবিবুল বারি আয়হান। এছাড়া ছাত্র প্রতিনিধি হিসেবে নাইম শেহজাদ ও ক্রীড়া সাংবাদিক এনামুল হক জুবের অন্তর্ভুক্ত হন।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম, এনডিসির স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এরধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসরণে কমিটি হয়েছে উল্লেখ করেন। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক এ কমিটি অনুমোদিত হয়।