সিলেটে করোনা রোগী বেড়ে ৯
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ৯:৫৩:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বেড়েছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় ৯ জনের করোনাভাইরাস পরীক্ষার পর নতুন করে দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে ৮৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্তদের ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আল হারামাইন হাসপাতালে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, চলতি বছরে কোভিড ও ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কেউ মারা যাননি। সার্বিক পরিস্থিতি এখনো ভালো। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিজানুর রহমান বলেন, আমাদের এখানে করোনা আক্রান্ত হয়ে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের যথাযথ চিকিৎসা সেবা চলছে। সকলের শারীরিক অবস্থা মোটামুটি ভালো।