সিলেট সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ৯:৫৪:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ জুন) সিলেট জেলার কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে একাধিক অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন জৈন্তাপুর বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে ৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে ফেরিঘাটে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ১০ হাজার পিস ভারতীয় ছোট আই ক্যান্ডি, ১২০০ পিস ভারতীয় বড় আই ক্যান্ডি, ৩ ফিঙ্গার ১২৬০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট এবং ২১০০ পিস ২ ফিঙ্গার ভারতীয় কিটকেট চকলেট জব্দ করা হয়। এসব মালামালের বাজারমূল্য ৯৫ লাখ ৬৫ হাজার ২০০ টাকা।
এ ছাড়া সুরাইঘাট বিওপি একটি টহলদল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইন থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশাবাজারে বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় চা-পাতা এবং ৬০ কেজি ভারতীয় কফি জব্দ করা হয়। এসব মালামালের বাজারমূল্য ২ লাখ চার হাজার টাকা।
এ ব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতে জকিগঞ্জ ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান এবং এরই অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। উভয় অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট বাজারমূল্য ৯৭ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।