শাবিতে ধর্ষণ ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ৬:২১:৪৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীর ওপর সংঘটিত ধর্ষণের ঘটনার নিন্দা এবং ঘটনার পর সামাজিক মাধ্যমে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে চলমান সাইবার বুলিংয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, একজন নারী শিক্ষার্থীর ওপর ঘটে যাওয়া বর্বর ধর্ষণ আমাদের সকলকে মর্মাহত করেছে। তবে এর চেয়েও দুঃখজনক বিষয় হচ্ছে-ঘটনার পরপরই নিরীহ নারী শিক্ষার্থীদের ছবি ও তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তারা আরও বলেন, ধর্ষণের বিচারের পাশাপাশি এই সাইবার অপরাধেরও বিচার চাই। ফেইসবুকে চালানো এই অপতৎপরতা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে।
মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আল আমিন বলেন, আমরা শিক্ষক হিসেবে গভীর উদ্বেগ প্রকাশ করছি। শিক্ষাঙ্গনে এমন অমানবিক ঘটনার বিচার যেমন জরুরি, তেমনি শিক্ষার্থীদের সামাজিকভাবে হেয় করার যে চেষ্টা চলছে, সেটিও বন্ধ হওয়া উচিত। এছাড়া আমরা ধর্ষকদের সর্বোচ্চ বিচার চাই এবং এই বিচারে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।