৩শ আসনে জিতে এনসিপি সরকার গঠন করবে: পাটওয়ারী
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ৬:২৫:২৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: নিবন্ধনের আবেদন জমা দেওয়ার পরই আগামী নির্বাচনে দলের ফলাফল কেমন হবে তা নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘নিবন্ধন পাওয়ার পর এনসিপির নেতৃত্বে আগামী সরকার গঠন হবে। আগামী সংসদে ৪০০ আসনের মধ্যে ৩শ আসন পাবে এনসিপি।’
রোববার বিকেলে নির্বাচন কমিশনে এসে দলটির নিবন্ধনের প্রাথমিক আবেদন জমা দিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ।
আত্মপ্রকাশের প্রায় চার মাস পর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করল এনসিপি। এর আগে, গত শুক্রবার দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন হয়। বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন হবে বলেও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। আবেদনপত্রে তারা শাপলা, মোবাইল অথবা কলম-এই তিনটি প্রতীকের যেকোনো একটি বরাদ্দের প্রস্তাব করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এনসিপির আবেদনসহ অন্যান্য আবেদন যাচাই-বাছাই শেষে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধনের সিদ্ধান্ত জানানো হবে
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘সব শর্ত পূরণ করে আবেদন দাখিল করেছি। জনগণের দল হিসেবে এনসিপি, অভ্যুত্থানকে ধারণ করে নতুন রাজনীতির চর্চা করতে চায়। এনসিপি দলের প্রতীক চেয়েছে কলম, মোবাইল ও শাপলা। তবে ইসি এনসিপিকে শাপলা বরাদ্দ দেবে বলে প্রত্যাশা এনসিপির।’
আবেদন জমা দেওয়ার আগে দলটির পক্ষ থেকে বলা হয়, দল হিসেবে নিবন্ধন পেতে প্রায় সব শর্তই পূরণ করেছে এনসিপি। আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র গোছানোর কাজও শেষ।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যে শর্ত পূরণ করতে তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তা ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে। এখন আমাদের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দেব।’
এসময় সদস্য সচিব আখতার হোসেনসহ মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।