গোলাপগঞ্জে বিএনপির ঈদ পুনর্মিলনীতে আলাল : তারেক রহমানের নির্দেশনাতেই আগামীতে দেশ ও দল চলবে
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ৯:৩৩:১৯ অপরাহ্ন
বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, স্বাধীনতা যুদ্ধের পর একটি পক্ষ যেভাবে মুক্তিযুদ্ধের কৃতিত্ব নেয়ার চেষ্টায় নানা অপকর্মে লিপ্ত ছিলো ঠিক তেমনি ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আরেকটি পক্ষ সব কৃতিত্ব দাবী করে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ১৭ বছরের লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় দেশের তরুণ সমাজ সরকারের পতন ঘটিয়েছে। এ অংশিদার সবাই। আর বড় অবদান বিএনপির। যারা সম্মুখ সমরে ১০ বছর সংগ্রাম করেছে। এখন তারাই সামনের সারিতে থাকবে। এই সংগ্রামের কারিগর জননেতা তারেক রহমান। তাঁর নির্দেশনাতেই আগামীতে দেশ ও দল চলবে। দল এবং তিনি যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি শনিবার বিকেলে গোলাপগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের ফরেন এডভাইজারী কাউন্সিলের সদস্য, টাওয়ার হ্যামলেটস এর সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদের বাড়িতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মহিউস সুন্নাহ চৌধুরীর নার্জিসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এ এ মালিক, সিলেট জেলা বিএনিপর সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধূরী, সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এম ইকবাল হোসাইন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান, সিলেট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফালাকুজ্জামান চৌধূরী জগলু, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অহিদ আহমদের পুত্র এবং যুক্তরাজ্য সরকারের উপ প্রধানমন্ত্রীর এডভাইজর জায়ান আহমদ।
বক্তারা বিএনপির জন্য অহিদ আহমদ এবং তার বড় ভাই এডভোকেট মাওলানা রশীদ আহমদের পরিবারের সদস্যদের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, অহিদ আহমদকে নিয়ে আগামী দিনে এলাকার মানুষ স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন পুরণে বিএনপির হাই কমান্ড এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা করেন। বিজ্ঞপ্তি