পাথর কোয়ারি বন্ধ ঘোষণায় কোম্পানীগঞ্জে প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ৯:৩৪:১৭ অপরাহ্ন
পাথর কোয়ারি বন্ধ ঘোষণার প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জে সর্বস্তরের সাধারণ নাগরিকবৃন্দের ব্যানারে প্রতিবাদ ও অবিলম্বে কোয়ারি খুলে দেয়ার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদ জানাতে লোকজন জড়ো হন। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মো: জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জয়নাল আবেদীন বলেন সুদীর্ঘকাল থেকে সিলেটের সীমান্তবর্তী এই এলাকার মানুষ পাথর কোয়ারি কেন্দ্রিক জীবিকা নির্বাহ করে আসছে। হঠাৎ করে কোন বিকল্প চিন্তা ভাবনা না করেই পরিবেশ রক্ষার দোহাই দিয়ে বিগত ফ্যাসিস্ট আমলে বৃহত্তর সিলেটের পাথর কোয়ারিগুলো বন্ধ করে দেয়া হয়। এর প্রভাবে এই এলাকার মানুষের জীবনে অবর্ণনীয় দু:খ দুর্দশা নেমে আসে। লাখ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে। তিনি বলেন জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম এই কোয়ারিগুলো খুলে দেয়া হবে। মৃতপ্রায় এই অঞ্চল প্রাণ ফিরে পাবে। কিন্তু ফ্যাস্টিস্টদের ধ্যান ধারনায় বর্তমান সরকার কোয়ারীগুলো বন্ধ রাখার ঘোষণার আমরা বিস্মিত হয়েছি। তিনি বলেন আমাদের দাবি স্পষ্ট। কোন আইনি মারপ্যাঁচ নয়, কোন অজুহাত নয়। পরিবেশ এবং মানুষের উভয় স্বার্থকে প্রাধান্য দিয়ে উদ্যোগ নিন এবং অতি দ্রুত সিলেটের সমস্ত পাথর কুয়ারি খুলে দিন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিকনেতা হুমায়ুন রশিদ ইমন। ছাত্র সমন্বয় অদনান সোহাগ, সোহেল মাহমুদ ও লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা সভাপতি আল-আমীন খান, মুরব্বী জমসিদ আলী, জাকির হোসেন ও তোফায়েলুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি