বালুচরে রিক্সা শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ৯:৩৭:২০ অপরাহ্ন
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট ১৬৬৯ এর অন্তর্ভূক্ত বালুচর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও উপহার হিসেবে শ্রমিকদের মধ্যে গামছা বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের বালুচর আল ইসলাহস্থ আছমা মঞ্জিলে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ।
রিক্সা শ্রমিক ইউনিয়ন বালুচর শাখার সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী বদরুর রহমান বাবর, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন রিক্সা শ্রমিক ইউনিয়ন জেলা শাখার কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, শ্রমিক নেতা দেলওয়ার হোসেন, হিরণ মিয়া, হারিছ মিয়া, কাওসার আহমদ, জুয়েল আহমদ, নজরুল ইসলাম, জিয়া উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে শ্রমজীবী শ্রমিকদের মধ্যে উপহার হিসেবে গামছা বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি