ইসলামী আন্দোলনের তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ৯:৩৯:৪১ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলছেন, বাংলাদেশকে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করা, পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার দ্রুততার সাথে নিশ্চিত করতে সংস্কার ও বিচার শেষে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের আয়োজন করতে হবে। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন ব্যতিত এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন অসম্ভব।
শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর একটি হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে হাতপাখার প্রার্থী মনোনয়নের জন্য মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ও কেন্দ্রীয় শুরা সদস্য নজীর আহমদ।
মতামত গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদ, বমুক কেন্দ্রীয় কমিটির স্বাংগঠনিক সম্পাদক ইসহাক আহমদ, আইএবি সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি আলহাদ আসাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি, ইসলামী আন্দোলন সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী আবু তাহের মিজবাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ ফজলুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সদর সদস্য আরিফুল ইসলাম শামীম, শ্রমিক আন্দোলন মহানগর সহ-সভাপতি আলাহাজ আব্দুল বারী মিয়া, যুব আন্দোলন মহানগর সভাপতি জাকির হোসেনসহ জেলা মহানগর নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি