গোলাপগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ৯:৫৬:০৩ অপরাহ্ন
সংবাদদাতা : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি নং এস-১২০৬৮) গোলাপগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। রোরববার (২২ জুন) উপজেলা সদরের এক অভিজাত হোটেলে শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী ৩ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
বাগলা দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদকে সভাপতি ও কানিশাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শরীফ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে এই কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আজির উদ্দিন (পূর্ব বাঘা সপ্রাবি), যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান (নুরজাহানপুর-১ সপ্রাবি) সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, (মজিদপুর জালালনগর সপ্রাবি) সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ (নলুয়া কান্দিগাও সপ্রাবি), মহিলা সম্পাদক বাহার বেগম (হেতিমগঞ্জ সপ্রাবি), অর্থ সম্পাদক মুহিবুর রহমান, (হাওরতলা সপ্রাবি) প্রচার সম্পাদক শাহরিয়ার আহমদ (দক্ষিণ ইসলামপুর সপ্রাবি)।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি করবেন।