জৈন্তায় ভারতীয় চোরাই চিনিসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ১০:০৪:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জৈন্তাপুরে ভারত থেকে চোরাইপথে আনা বিপুল পরিমাণ চিনি পাচারকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে তিনটি ইজিবাইকসহ মোট ১২ বস্তা চিনি জব্দ করা হয়েছে। শনিবার (২১ জুন) রাত আনুমানিক ১টা ২০ ঘটিকায় উপজেলা সদরের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় জৈন্তাপুর মডেল থানার পুলিশ।
চেকপোস্টে তল্লাশির সময় তিনটি ইজিবাইক থেকে ৪ বস্তা করে মোট ১২ বস্তা ভারতীয় উৎপাদিত চিনি জব্দ করা হয়। একইসঙ্গে তিনটি ইজিবাইকও জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র আলা উদ্দিন (২৫), মৃত আলি আহমেদের পুত্র শহিদ মিয়া (২৫) এবং একই গ্রামের আলি আহমেদের আরেক পুত্র জাহাঙ্গীর আলম (২৩)।
এর সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।