গোয়াইনঘাটে এফআইভিডিবির সুফল প্রকল্পের সমাপনী
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৬:৩৫:৪১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে এফআইভিডিবির সুফল প্রকল্পের সমাপনী কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী।
দুপুরে উপজেলা কনফারেন্স রুমে ফোকালপারসন দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রকল্প উপস্থাপনা করেন পি এম ডাঃ ফারহানা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান, কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনী। উপস্থিত ছিলেন উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুছ আলী, মৎস্য কর্মকর্তা আমিনুর রহমান, পিআইও বাঁধন কান্তি, চেয়ারম্যান শাহাবুদ্দিন, প্রকল্প এলাকা লেঙ্গুড়া, রুস্তমপুর ইউপির বিভিন্ন ওয়ার্ডের মেম্বারবৃন্দ, এলাকার শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক স্বেচ্ছাসেবক ও সুফল প্রকল্পের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা লেঙ্গুড়া ও রুস্তমপুর ইউপি দুর্যোগ কমিটির জন্য সুফল প্রকল্পের দেয়া হ্যান্ড মাইক ও লাইফ জ্যাকেট প্রদান করেন।