গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের কাজ করতে হবে : জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৬:৩৯:১১ অপরাহ্ন
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, গ্রাম আদালত ও এর বিভিন্ন সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের কাজ করতে হবে। গ্রাম আদালত কার্যক্রমকে সক্রিয় রাখতে পদক্ষেপ নিতে হবে। এতে করে অতি সহজেই গ্রামের ছোটখাটো বিরোধ ইউনিয়ন পর্যায়ে নিষ্পত্তি করা সম্ভব।
তিনি সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, জনসচেতনতা বৃদ্ধি করতে পারলে গ্রাম আদালতের সেবা সহজেই জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। একইসাথে গ্রাম আদালতের সঙ্গে সংশ্লিষ্টদের এবং জনপ্রতিনিধিসহ সকলকে উদ্যোগী হতে হবে।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। তিনি গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালার উদ্দেশ্য সংক্ষিপ্ত বর্ণনা করেন।
স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার ফারহানা ফেরদৌস শিউলির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রাকিবুল হাসান, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ ফখরুজ্জামান, প্রবেশন অফিসার মোঃ তমির হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা পুলিশ সুপার প্রতিনিধি অকিল উদ্দিন আহম্মদ, সিভিল সার্জন প্রতিনিধি সুজন বণিক, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসাইন, ওয়াল্ড ভিশন এর প্রতিনিধি জাবির আহাম্মদ, এফআইভিডিবি প্রতিনিধি নজরুল ইসলাম মঞ্জুর সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি