সুষ্ঠ নির্বাচন ছাড়া বেড়ে উঠেছে একটি প্রজন্ম: উপদেষ্টা আসিফ
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৬:৫১:০৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: “পুরো একটি প্রজন্ম কোনো প্রকার সুষ্ঠু নির্বাচনের অভিজ্ঞতা ছাড়াই বেড়ে উঠেছে”- সোমবার রাজধানীর গুলশানে আয়োজিত কমনওয়েলথ চার্টারবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেন, বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনের সময় দেশের মানুষ ন্যূনতম গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। “তারা সাধারণ মানুষকে নির্বিচার গ্রেপ্তার ও বিচারবহির্ভূত হত্যায় মেতে উঠেছিল। কোনো প্রকার বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় ছিল। সেসময় গণতন্ত্র বলতে কিছু ছিল না।”
আসিফ মাহমুদ আরও বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য জুলাই গণ-অভ্যুত্থানে দেশের তরুণেরা জীবন উৎসর্গ করেছেন। স্বৈরাচার তরুণদের মতপ্রকাশসহ সব ধরনের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু তরুণদের সাহসিকতায় সেই কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা হয়েছে।”
তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হলে বাংলাদেশে গণতন্ত্র আর কখনো আপসের জায়গায় থাকবে না। তিনি বলেন, “সরকার ইতিমধ্যে রাষ্ট্র পুনর্গঠনের কাজ শুরু করেছে এবং বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে ১২১টি প্রস্তাব চিহ্নিত করেছে, যেগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য।”
আসিফ মাহমুদ আশা প্রকাশ করেন, “জুলাই সনদে দেশের জনগণের আকাক্সক্ষার প্রতিফলন থাকবে। গণ-অভ্যুত্থানে তরুণদের দেখা স্বপ্ন এই সনদের মাধ্যমেই বাস্তবায়িত হবে।” তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের সব অংশীদার, বিশেষ করে তরুণদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার কাজে অঙ্গীকারবদ্ধ। তিনি কর্মশালাকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, “এই ওয়ার্কশপ তরুণদের দক্ষ করে তুলতে অপরিহার্য ভূমিকা রাখবে।”