এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৬:৫৫:৪৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণসহ যৌক্তিক সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ২৮ জুন থেকে কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের সব দফতরে এ কর্মসূচি পালন করবে তারা।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার এবং মহাসচিব সেহেলা সিদ্দিকা।
পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকায় এনবিআরের সব দফতরের সহস্রাধিক কর্মকর্তা ও কর্মচারী। পাশাপাশি কলম বিরতি কর্মসূচি চলে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অনেককে কাফনের কাপড় পরে এ কর্মসূচি পালন করতে দেখা যায়।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আন্দোলনে অংশ নেওয়ায় এর মধ্যে পাঁচজন সিনিয়র কর কর্মকর্তাকে প্রতিহিংসামূলক ও নিপীড়নমূলকভাবে বদলি করা হয়েছে। বদলির এসব আদেশ চাকরিবিধির পরিপন্থি ও অবৈধ বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ঘোষণা করা কর্মসূচির মধ্যে রয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক যাত্রীসেবা ও রফতানি ছাড়া কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং ঢাকার বাইরে স্ব স্ব দফতরে অবস্থান কর্মসূচি, কলম বিরতি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ।
এর আগে গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন শুরু করে এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা।
২৫ মে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় এনবিআর বিলুপ্ত নয়, বরং এ প্রতিষ্ঠানকে ‘স্বাধীন ও বিশেষায়িত’ বিভাগের মর্যাদায় উন্নীত করার ঘোষণা দিলে ২৬ মে কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করে এনবিআর কর্মকর্তারা। তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও চেয়ারম্যানকে অসহযোগিতা করার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।