জালালাবাদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৭:৪০:০০ অপরাহ্ন
জালালাবাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন, ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে এদেশের কর্ণধার। লেখাপড়া শেষ করে দেশ সেবার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এটাই প্রকৃত মানবসেবা।
সোমবার দুপুরে সিলেটের জালালাবাদ কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
কলেজের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক আয়শা বেগমের সভাপতিত্বে ও গণিত বিভাগের প্রভাষক সাদিক আহমদ রুবেলের উপস্থাপনায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক আব্দুস শাকুর ও সালমা, সুশাসন ও পৌরনীতির প্রভাষক নজরুল ইসলাম প্রমুখ। পরে এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রভাষক আব্দুস শাকুর। বিজ্ঞপ্তি