ধর্ষণ মামলায় শাবির দুই শিক্ষার্থী ৪ দিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৭:৩৭:৪৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই ছাত্রের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অভিযুক্তরা হলেন-সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ।
সোমবার (২৩ জুন) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশীদ এই আদেশ দেন। আদালতে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড অনুমোদন করেন। বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. তাজউদ্দিন।
সকাল পৌনে ১০টায় আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানির সময় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আদালত চত্বরে জড়ো হয়ে আসামীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং আদালতের বারান্দায় অবস্থান নেন। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশের প্রিজন ভ্যানে আসামিদের কারাগারে নেওয়া হয়।
গত ২ মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তার মেসে ডেকে নিয়ে ধর্ষণ করেন শান্ত ও পার্থ। ঘটনার প্রায় দেড় মাস পর ১৯ জুন ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।