লিডিং ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের লাইব্রেরি ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৭:৪১:০৬ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে বিভিন্ন প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ‘লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম‘ শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংরেজি, আইন, ইসলামিক স্টাডিজ, স্থাপত্য, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক হেল্থ বিভাগে সামার সেমিস্টার ২০২৫ এ ভর্তিকৃত বিভিন্ন সেকশনের ৭০০ শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে প্রথমবারের মতো লাইব্রেরি ওরিয়েন্টেশন দেওয়া হবে।
সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাবেয়া খাতুন চৌধুরী সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে ৫ দিনব্যাপী ‘লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাবেয়া খাতুন চৌধুরী সেন্ট্রাল লাইব্রেরিতে যেসব বই পুস্তক জার্নাল-ম্যাগাজিন, ই-বুক, ই-জার্নাল আছে সেসবের তথ্য এবং কিভাবে ব্যবহার করতে হবে তা উপস্থিত ইংরেজি বিভাগের সামার সেমিস্টার ২০২৫ সেশনের ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভুঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং লাইব্রেরির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি