পাথর কোয়ারি খুলে না দিলে আমরা নির্বাচন চাই না: জয়নাল আবেদীন
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৮:০৭:৪৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সেক্রেটারি জয়নাল আবেদীন বলেছেন, সিলেট অঞ্চলের একমাত্র খেটেখাওয়া মানুষের উপার্জনের ক্ষেত্র পাথর কোয়ারী অবিলম্বে খুলে দিতে হবে, অন্যথায় কোন নির্বাচন আমরা চাই না।
রোববার কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চৌমুহনী বাজার, ঢোলাখাল গ্রাম ও পাড়ুয়া বাজারে শ্রমিক সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পশ্চিম ইসলামপুরের ওয়ার্ড সভাপতি আব্দুল হেকিম, সাবেক মেম্বার চমক আলী ও লিটন আহমদের যৌথ সভাপতিত্বে আবু জাফর দোলন, হাফিজ কমর উদ্দিন, ডা. ইমরান আহমদ, আদনান সোহাগের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, সাবেক আমীর মাস্টার আবুল খায়ের, মুহাম্মদ আজমান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তোরাব, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, সাবেক মেম্বার এখলাছুর রহমান, মুজিবুর রহমান মুজিব, চমক আলী, মুরব্বি সিরাজুল ইসলাম, আফজাল হোসেন বতুল্লা, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, যুববিভাগ সভাপতি ইকবাল হোসেন ইমাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল আমিন খান, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন সভাপতি জুয়েল আমিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন সভাপতি জমশীদ আলী ও সেক্রেটারি সফির উদ্দিন প্রমুখ।