কুমারগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৯:২২:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের শহরতলীতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার নাম শাহেদা বেগম (২৯)। তিনি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন টুকেরবাজার কুমারগাঁও এলাকার আব্দুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী। রোববার (২২ জুন) রাত ৯টার দিকে তিনি নিজ বাড়ীতে আত্মহত্যা করেন।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির জালালাবাদ থানার ওসি হারুনুর রশীদ বলেন রোববার রাত সাড়ে ৯টায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সোমবার (২৩ জুন) ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জালালাবাদ থানার ওসি হারুনুর রশীদ জানান, তাদের অভাবের সংসারে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। এই কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এরপরও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।