সিলেটে করোনা রোগী বেড়ে ১৪
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৯:২১:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে গত ২৪ ঘন্টায় ২৩ জনকে পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে চলতি বছরে সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। এদের মধ্যে ১০ জন বিভিন্ন হাসপতালে চিকিৎসাধীন এবং ৪ জন নিজ দায়িত্বে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেটের একমাত্র করোনা ডেটিকেটেড হাসপাতাল শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেলে ও আল হারামাইন হাসপতালে একজন করে করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরে মোট ১১৫ জনকে পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত করা হয়। এরমধ্যে র্যাপিড কিট দিয়ে ১০৬ ও পিসিআর-এ ৯ জনকে পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, চলতি বছরে কোভিড ও ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কেউ মারা যাননি। সার্বিক পরিস্থিতি এখনো ভালো। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা: মিজানুর রহমান বলেন, আমাদের এখানে সোমবার (২৩ জুন) সন্ধ্যা পর্যন্ত ৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ২জন আইসিইউতে রয়েছেন আর বাকী দুইজন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আর ৩ জনের শারীরিক উন্নতি হওয়ায় ছুটি নিয়ে চলে গেছেন।